আমি একদিন সন্ধার সময় পুরাকাটা থেকে বরগুনায় আসার পথে রাস্তায় হঠাৎ আমার মটরসাইকেলের সামনে কিছু পোকা দেখি দূরে উড়তেছে যা আমি লাইটের আলোতে দেখি। আমি মটরসাইকেল চালানোর সময় পোকাগুলো লাইটের আলো দেখে আমার দিকে ধেয়ে আসে। কয়েকটা পোকা গায়ে পরার পর আমি আমার হেলমেটের গ্লাসটা আটকাই। যত সামনের দিকে যাই ততো পোকা আমার দিকে আসতে থাকে। পোকাগুলো এমন ভাবে আমার দিকে আসছিলো মনে হচ্ছে কেউ যেনো আমার দিকে কোপার গুলি করতেছে। আমি অনুভব করিতেছি যেনো আমি কোন যুদ্ধের ময়দানে আছি। আর আমার শত্রুপক্ষের কেউ মেশিনগান দিয়ে আমার দিকে পোকার গুলি করছে। আমার জামা প্যান্ট হলো বুলেটপ্রুভ পোষাক ও মাথায় বুলেটপ্রুভ হেলমেট। আমার হেলমেটের গ্লাসে পোকাগুলো আটকে অন্ধকার হয়েযায়। আমি ঠিকমতো দেখতে পারতেছিলাম না। মটরসাইকেল চলন্ত অবস্থায় আমি ন্যাকরা দিয়া মুছে মুছে কোন রকমে চালাতেছিলাম। হাতে আমার কোন গ্লাপ্স পরা ছিলামনা। তাই পোকাগুলো যখন হাতে পরছিলো তখন হাতে পুড়ে পুড়ে উঠছিলো। এমন ভাবে তিন কিলোমিটার পথ আমার পোকার সাথে যুদ্ধ করে যুদ্ধে জয়ি হয়ে আমি বরগুনায় আসি।
তবে আমার কাছে ঐ সন্ধাটি সরণিয় হয়ে থাকবে। কারন ঐ রকম আমি আর কোন দিনও পোকার মুখমুখি হইনি।
0 Comments